স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ এপ্রিল : ভারত – বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের পাশ থেকে প্রচুর বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনা কৈলাসহরের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে। এ ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, পুলিশের কাছে খবর ছিলো যে বুধবার বিকেলে কৈলাসহরের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার দিয়ে অবৈধভাবে বার্মিজ সিগারেট পাচার হবে।
সেই খবর অনুযায়ী কৈলাসহর থানার পুলিশ এবং টি.এস.আর বাহিনী লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের পাশে গিয়ে তল্লাশি শুরু করে তিন বান্ডিল বার্মিজ সিগারেট উদ্ধার করেছে। যদিও বার্মিজ সিগারেটের আশেপাশে কাউকে পাওয়া যায় নি। উদ্ধারকৃত বার্মিজ সিগারেটের বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা হবে বলে ওসি সুকান্ত সেন চৌধুরী জানান। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।