স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ এপ্রিল : কৈলাসহর-কুমারঘাটের কাউলিকুড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা গত কয়েক বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন। অথচ সরকারি নথিতে দেখানো হয়েছে, এলাকায় জল সরবরাহ করা হয়েছে। বাস্তবে এক ফোঁটাও পানীয় জল না পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা বুধবার সকাল ১০ টা থেকে জাতীয় সড়ক পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগ, পানীয় জলের সংকট নিয়ে এলাকার গ্রাম প্রধান নেপাল দাসকে বহুবার জানিয়েছেন।
অথচ তিনি কোন সাড়া দিচ্ছেন না। পাশাপাশি জেলা শাসক অফিসে এবং স্থানীয় ব্লকে গিয়ে পর্যন্ত কারা এ বিষয়ে অবগত করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তাদের কেউ সাড়া দিচ্ছে না। সবচেয়ে উদ্বেগে বিষয় হলো খাওয়ার জল পর্যন্ত নেই এলাকাবাসীর কাছে। বাজার থেকে ক্রয় করে এনে জল খেতে হচ্ছে। এ বিষয়গুলি এলাকার প্রধানের কাছে জানানো হলে তিনি হাসি দিয়ে উড়িয়ে দেন বলে অভিযোগ গ্রামবাসীর। গ্রামের মহিলাদের আরও অভিযোগ এলাকার ব্লকের বিডিও -র কাছে রিপোর্ট রয়েছে, এলাকায় সঠিকভাবে পানীয় জল পরিষেবা প্রদান করা হচ্ছে। অথচ এ বিষয়ে ভিডিও অবগত নয়। পরবর্তী সময়ে বিষয়টি যখন সামনে আসে তখন মাথায় আকাশ ভেঙ্গে পড়ল স্থানীয়দের।
তখন তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তাদের প্রশ্ন পানীয় জল ছাড়া কিভাবে মানুষ চলতে পারে? বহু কষ্টে প্রতিবছর এভাবে তাদের কাটাতে হচ্ছে। তাই বিকল্প জাতীয় সড়ক অবরোধ করা ছাড়া তাদের কাছে আর কোন রাস্তা খোলা ছিল না। আগামী দিন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কারণ এলাকার তিন থেকে সাড়ে তিন শতাধিক মানুষের এই সমস্যার কারণে পিট দেওয়ালে ঠেকেছে। ভ্রুক্ষেপ নেই এলাকার জনপ্রতিনিধিদের। তাই কুম্ভকর্ণের নিদ্রা ভাঙতে জোরালো আন্দোলনে নেমেছে তারা।