স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : স্বনির্ভরতা এবং আত্মনির্ভর ত্রিপুরা শুধু মুখে বললে চলবে না। বাস্তবায়িত করতে মন দিয়ে কাজ করতে হবে সরকারি কর্মচারীদের। কারণ পরিশ্রমের মাধ্যমে যেকোনো কাজে সফলতা আসে। প্রত্যেক কর্মচারীকে অতিরিক্ত কাজ করতে হবে। আর এই মানসিকতা সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে থাকতে হবে।
তাহলেই সফলতা আসবে। বুধবার আজাদী অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে প্রজ্ঞা ভবনে উত্তর-পূর্ব উৎসবে বক্তব্য রেখে এ কথা বলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সরকারের প্রথম থেকে উদ্দেশ্য ছিল ত্রিপুরাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সবদিক থেকে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা অনেক পিছিয়ে ছিল। কিন্তু সরকারের ৪ বছরে ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার সহ বিভিন্ন দিক দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে এগিয়ে গেছে। আগামী দিনের ত্রিপুরার কি দেশে উন্নত রাষ্ট্র গুলির সাথে কিভাবে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানান মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এদিন এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা হস্ত কারুশিল্প চেয়ারম্যান বলাই গোস্বামী, উপসচিব শ্যামা চরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।