স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : আর্থিক স্বাক্ষরতার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে বুধবার প্রজ্ঞা ভবনের ৩ নং হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যীষ্ণু দেববর্মা, অর্থ দপ্তরের সচিব ব্রিজেস পাণ্ডে, অর্থ দপ্তরের আন্ডার সেক্রেটারি রিনা দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা।
এইদিনের সেমিনারে আলোচনা করতে গিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যীষ্ণু দেববর্মা স্ব-সহায়ক দল গুলি যেন ব্যবসার দিকে এগিয়ে যেতে পারে তার জন্য তাদেরকে বেশি করে অর্থ প্রদানের উপর গুরুত্ব দেন। সরকার চাইছে মানুষ যেন নিজের পায়ে দাড়াতে পারে। রাজ্যে পর্যটন ক্ষেত্রের ভবিষ্যৎ উজ্জল। তাই পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের জন্য ব্যাঙ্ক গুলির প্রতি আহ্বান জানান উপমুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন ক্ষেত্রের উন্নয়নে নরেন্দ্র মোদী সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। ত্রিপুরাও পর্যটন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এছাড়াও প্রাকৃতিক সম্পদে ভরপুর ত্রিপুরা। রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরকে সাজিয়ে তোলার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে বলেও জানান উপমুখ্যমন্ত্রী।