স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : দলের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত আইপিএফটি। পাহাড়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করা বর্তমানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের নেতৃত্বদের কাছে। আগামী বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি।
২০১৮ মতো সফলতা কতটা আনতে পারবে সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দলের নেতৃত্বেদের কাছে। কারণ গত এ ডি সি নির্বাচনে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি আইপিএফটি। তাই আগামী রণকৌশল তৈরি করতে দলের ইতিমধ্যেই ময়দানে নামার ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে আই পি এফ টি -র কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন আই পি এফ টি -র সভাপতি মেবার কুমার জমাতিয়া। তিনি জানান সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি দ্বিতীয় বৈঠক। বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এদিন বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ।