স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ এপ্রিল : দীর্ঘ ৩২ বছর পর সরকারের উন্নয়নমূলক কাজ প্রবেশ করলো বাধারঘাট বিধানসভা অন্তর্গত সিদ্ধি আশ্রম পুলিশ পাড়ায়। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নে নব নির্মিত রাস্তা পেয়ে এলাকার আট থেকে আশি প্রত্যেক নাগরিকের চোখে মুখে উচ্ছাস। তবে এই সুফল পেতে এলাকাবাসীকে অপেক্ষা করতে হয়েছে সাত বছর। যা কল্পনাতেও ভাবা যায় না।
মিছিল মিটিং করে আন্দোলন না করলেও এলাকার বিদায়িকা দের কাছে বারংবার যেতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে মিললো তথাকথিত সুফল। জানা যায়, ১৯৯২ সালে এই রাস্তা শেষবারের মতো মেরামত করেছিলেন বাধারঘাট এলাকার তৎকালীন বিধায়ক দিলীপ সরকার। এত বছর পর সম্প্রতি এই রাস্তা পুনরায় মেরামত করে পিচ করে দিলেন। বুধবার বিধায়িকা পরিদর্শনে গেলে এলাকার মানুষ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। দীর্ঘ সময়ের পর রাস্তা হলেও মুখে হাসি ফুটেছে এলাকাবাসীর। কারণ সুশাসনেও দীর্ঘ বছর বঞ্চিত ছিল এলাকার মানুষ।
বছরের পর বছর রাস্তাতে বেহাল দশায় পরিণত হয়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময় ছোট খাটো যান দুর্ঘটনাও সংঘটিত হয়েছে। গ্রামবাসী কথা এলাকার কোন কালের বিধায়ক কর্ণপাত করেননি। মানুষের যন্ত্রণা চরমে উঠেছিল। অবশেষে রাস্তা হওয়ায় মানুষের সমস্যা সমাধান হয়েছে বলে প্রত্যাশা এলাকার বিধায়িকারও। তবে রাস্তাটি আরো বহু বছর আগে সংস্কার করা জনপ্রতিনিধিদের প্রধান কাজ ছিল। কারণ জনগণের পয়সা দিয়েই রাস্তার সংস্কার করবে সেটাই স্বাভাবিক, অথচ এলাকার জনপ্রতিনিধিদের ভাবমূর্তি এমন ছিল যেন তাদের নিজের পকেটে পয়সা দিয়ে জনগণের রাস্তা সংস্কার হবে। যাইহোক শেষ পর্যন্ত দাবি পূরণ হল এলাকাবাসীর।