স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ এপ্রিল : ভারতের কমিউনিস্ট পার্টি সি পি আই এম -এর মাদুরাই তামিলনাডুতে সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করা হয়। সিপি আই এম সদর দপ্তরে হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা বলেন, ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে। তার উপর আজ বর্তমান পরিস্থিতির নিরিখে সিপিআইএমের উপর কঠিন দায়িত্ব।
দেশে সাম্প্রদায়িক কর্পোরেট যে আঁতাত চলছে তার থেকে কিভাবে মানুষকে মুক্তি দেওয়া যায় তার কৌশল নেওয়া হবে আজকের এই সম্মেলন থেকে। তিনি বলেন সাম্প্রদায়িক ও কর্পোরেট থেকে মুক্ত করার জন্য দেশে বিরোধীদের ঐক্য গড়ে তুলতে হবে বলে জানান তিনি। এদিকে এই সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি উদ্যোগে এক কর্মসূচির আয়োজন করা হয়।
রাজধানীর সিপিআইএম পশ্চিম জেলা কমিটি অফিস এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সদর জেলা কমিটির সম্পাদক শুভাশেষ গাঙ্গুলী। তিনি দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। গোটা রাজ্যের অন্যান্য মহকুমাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ তম পার্টি কংগ্রেস এই বছর মাদুরাইতে অনুষ্ঠিত হয়। মাদুড়াইতে পার্টি কংগ্রেস উপলক্ষে সি পি আই এম খোয়াই জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান দান করা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিল পার্টির নেতৃত্ব।