স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ এপ্রিল: ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস তার্কাশের বড় সাফল্য। ভারত মহাসাগরে নজরদারিতে নেমে ২,৫০০ কেজিরও বেশি মাদকদ্রব্য আটক করল নৌসেনা। ৩১ মার্চ আইএনএস তার্কিশকে খবর দেয় নৌবাহিনীর একটি আকাশযান। আকাশ থেকে নজরদারি চালানোর সময় সন্দেহজনক নৌযানের গতিবিধি নজরে পড়ে তাদের।