Sunday, April 20, 2025
বাড়িরাজ্যপ্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার খুনিরা বর্তমান সরকারের মিত্র শক্তি : জিতেন্দ্র চৌধুরী

প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার খুনিরা বর্তমান সরকারের মিত্র শক্তি : জিতেন্দ্র চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ মার্চ : প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহাকে যারা খুন করেছিল তারা বর্তমানে শাসক দলের ভেতরে আছে এবং মিত্র শক্তি হিসেবে পরোক্ষভাবে শক্তি জোগাচ্ছে। তারা যখন গণতান্ত্রিকভাবে বামপন্থীদের হারাতে পারে না তখন কোথাও সন্ত্রাসী কার্যকলাপ, কোথাও সাম্প্রদায়িক জিগির এবং নানাভাবে গণতন্ত্রকে জবাই করার জন্য কাজ করে।

সোমবার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার শহীদান দিবস ও সন্ত্রাস বিরোধী দিবস উদযাপনে এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ১৯৯৮ সালের ৩১ মার্চ খুন হয়েছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা। সোমবার শহীদ বিমল সিনহার ২৮ তম শহীদান দিবস। সিপিআইএম এই দিনটিকে প্রতি বছর সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে পালন করে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয় নি। সোমবার সকালে শহীদ বিমল সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। এইদিন মেলারমাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে দিনটি পালন করা হয়। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান ১৯৯৮ সালের ৩১ মার্চ কমলপুরের ধলাই নদীর পারে আভাঙ্গাতে তৎকালীন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বিমল সিনহা খুন হন।

 বিপুল ভোটের ব্যবধানে কমলপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন বিমল সিনহা। ১৯৯৮ সাল থেকে ৩১ মার্চ দিনটিকে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে পালন করে আসছে সিপিআইএম। আগামী ২ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইয়ে সি পি আই এম পার্টির সর্ব ভারতীয় রাজ্য সম্মেলন তথা পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগদান করতে সি পি আই এম দলের নেতৃত্ব মাদুরাইয়ে অংশ গ্রহণ করতে রয়ানা হয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে এই সম্মেলনে বলে জানান বিরোধী দলনেতা জিতান চৌধুরী। তিনি বলেন ত্রিপুরা রাজ্য থেকে অবজারভার হয়ে ৪৮ জন সদস্য এই সম্মেলনে অংশ নেবেন। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে বিজেপি সরকার গঠিত হওয়ার পর করুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সে বিষয়ে আলোচনা করে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য বিশেষ আলোচনা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য