Thursday, April 3, 2025
বাড়িরাজ্যকিডনি প্রতিস্থাপন চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

কিডনি প্রতিস্থাপন চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ মার্চ : জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন চালু করার জন্য মোহন ফাউন্ডেশনের সাথে সরকারের কথা হয়েছে। তারা সহসাই রাজ্যে আসবেন। এর জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। যাতে ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা যায়। ইনফ্রাস্ট্রাকচার উন্নত না হলে কিডনি প্রতিস্থাপন করা সম্ভব নয়। এছাড়াও সব ধরনের প্রতিস্থাপন কিভাবে জিবি হাসপাতালে মধ্যে করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

 সোমবার জিবি হাসপাতালে গিয়ে এজিএমসি, জিবি হাসপাতাল এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে মিড ডে মিলের উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন দশ টাকার বিনিময়ে এখন জিবি হাসপাতালে মধ্যে দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবারের জন্য দুপুরে মিড ডে মিলের বন্দোবস্ত করা হয়েছে। ভাত, ডাল, সবজি এবং ডিম খাওয়ার সুযোগ রয়েছে এই দশ টাকা দিয়ে। এর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন সাধারণ মানুষের কল্যাণের জন্য এ ধরনের উদ্যোগে অত্যন্ত প্রশংসনীয়। কারণ চলতি বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে সেটা হাউস নির্মাণের জন্য। দূর দূরান্ত থেকে প্রতিদিন রোগী নিয়ে বহু মানুষ জিবি হাসপাতালে আসে। তাদের থাকার জন্য হোটেলে যেতে হয়। এর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হয় রোগীর পরিবারের। তাই সেল্টার হাউস খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আর বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে কাজ করছে সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!