Wednesday, April 2, 2025
বাড়িরাজ্যনেশার যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী হানা দিল সরকারি প্রতিষ্ঠানে, হাড় হিম করার মতো...

নেশার যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী হানা দিল সরকারি প্রতিষ্ঠানে, হাড় হিম করার মতো ঘটনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ মার্চ : পানীয় জলের পাম্প হাউসে উঠতি বয়সের যুবকদের ড্রাগসের আড্ডায় অতীষ্ট গ্রামবাসী। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন বড়জলা পালপাড়া পানীয় জলের পাম্প হাউসে। এই পানীয় জলের পাম্প হাউসে প্রতিদিন রাতেরবেলা বহিরাগত যুবকরা এসে হাজির হয়। পাম্প হাউজের মেশিন ঘরের মধ্যে তারা বিভিন্ন ধরনের নেশার আসর জমায়।

 ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে শরীরে ড্রাগস পোষন করে। মদ, গাঁজা, ড্রাগস, আফিং, হিরোইন সহ বিভিন্ন নেশা দ্রব্য নিয়ে বসে তারা। এই আসরে যোগদান করে স্কুল কলেজ পড়ুয়ারাও। এই নেশার আসর ধ্বংস করে দিচ্ছে এলাকার ছাত্র যুবদের যৌবন এবং ভবিষ্যৎ। বহুদিন ধরেই চলছে পানীয় জলের পাম্প হাউসে ড্রাগস এর আড্ডা। গ্রামবাসীরা একত্রিত হয়ে বড়জলা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এলাকার মেম্বারকেও জানিয়েছে। কিন্তু পঞ্চায়েত কোন ধরনের ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীর। পঞ্চায়েত কর্তৃপক্ষ গ্রামবাসীকে বলে দিয়েছে পাহারা দিয়ে তাদেরকে আটক করে হাত পা ভেঙ্গে দেওয়ার জন্য এবং পুলিশে তুলে দেওয়ার জন্য।

গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানায়। গ্রামবাসী আরো জানায়, কোন এক অজ্ঞাত কারণে বড়জলা পঞ্চায়েত কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করছে না। অবশেষে সোমবার গ্রামবাসীর স্বার্থে বড়জলা পানীয় জলের পাম্প মেশিনে হানা দেয়। গ্রামবাসীদের দেখতে পেয়ে উঠতি বয়সের যুবকরা ইনজেকশন সিরিঞ্জ এবং নেশাদ্রব্য ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এই পানীয় জলের পাম্প হাউস থেকে বিশ্রামগঞ্জ থানার দূরত্ব আড়াই কিলোমিটার হবে। এবং জাতীয় সড়ক সংলগ্ন পানীয় জলের পাম্প মেশিনটি। বিশ্রামগঞ্জ থানা পুলিশ যদি প্রতি রাতে এই স্থানে টহলদারি চালায় তাহলে নেশার আসর বসবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!