স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ মার্চ : সোমবার সাত সকালে এক ব্যাক্তির দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম শেফাল সোম। বয়স ৪৫। বাড়ি বাগমা পুলিশ ফাঁড়ি থানাধীন সমতল বাগমা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বাড়ি থেকে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যায় শেফাল। গোটা দিন গড়িয়ে রাত পর্যন্ত বাড়ি ফিরেনি।
পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও কোন হদিস পায়নি। অবশেষে সোমবার সকালে বাগমা ফরেস্ট অফিস সংলগ্ন শাল বাগান এলাকার স্থানীয়রা লাকড়ি কুড়াতে গিয়ে একটি ঝুলন্ত দেহ দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় বাগমা পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। খবর দেওয়া হয় পরিবার পরিজনদের। মৃত যুবকের স্ত্রী ও পুত্র ছুটে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন। পরবর্তীতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতাল মর্গে পাঠায়।