স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মার্চ : অকালে প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক ঝুমু সরকার। গোটা দেশবাসীর মতো উৎসাহিত হয়েছিলেন মহা কুম্ভ নিয়ে। যথারীতি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মহাকুম্ভে গিয়েছিলেন বাম আমলের প্রাক্তন বিধায়ক ঝুমু সরকার। শাহি স্নানের মাধ্যমে পূর্ণতা লাভ করে ফিরেছিলেন ঝুমু সরকার। অথচ অকালেই ভাগ্যের কাছে হেরে গেলেন ঝুমু। বাড়িতে ফেরার কিছুদিন পর আক্রান্ত হলেন এক বিরল প্রজাতির জটিল রোগে। তারপর চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু হয় তাঁর চিকিৎসা। কয়েকদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সুস্থ না হয়ে না উঠায় ছুটে গেলেন রাজ্যের বাইরে এক বেসরকারি হাসপাতালে।
সেখানে গিয়ে শুরু হয় তার বিরল রোগের চিকিৎসা। চিকিৎসকদের কাছ থেকে ঝুমুরের পরিবার জানতে পারে ঝুমুর ক্যাম্পিলোব্যাক্টর জেজুনি ব্যাকটেরিয়া জনিত জিবিএস -গুলাইন ব্যারি সিন্ড্রোম রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা সবকিছু দিয়ে চেষ্টা করলেও তাদের ভাষায় ঝুমু স্থিতিশীল হয়ে উঠতে পারছিলেন না। ধীরে ধীরে তার দেহের কোষ নষ্ট হয়ে যায়। জানা যায়, বিরল প্রজাতির রোগে ঝুমুর শরীরে ধীরে ধীরে নিম্নাংশের কোষ নষ্ট করে দেয়। তাঁকে সুস্থ করে তুলতে সব ধরনের চেষ্টা করেছিল তাঁর পরিবার। বহু অর্থ ব্যয় করেছে। শেষ পর্যন্ত তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে ঝুমুকে। শেষ পর্যন্ত পরিবার এবং চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাত দশটার নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন ঝুমু। তারপর মৃতদেহ জিবি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় লংকামুড়া স্থিত বাসভবনে। খবর পেয়ে রাত একটা নাগাদ ঝুমু সরকারকে শেষ শ্রদ্ধা জানাতে যান বড়জলা বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক সদীপ সরকার। ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ঝুমুকে। তারপর শেষকৃত্য সম্পন্ন করতে ঝুমুরের মৃতদেহ নিয়ে আসা হয় বটতলা মহাশ্মশানে। বটতলা মহাশ্মশানেই সম্পূর্ণ হয় তার শেষকৃত্য। যেহেতু ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত হয়েছিলেন ঝুমু, তাই মৃতদেহ দলীয় কার্যালয়ে আনা হয়নি। শনিবার দুপুরে সিপিআইএম -র রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে বিধায়ক সুদীপ সরকার সহ প্রতিনিধি দল। প্রয়াত ঝুমু সরকারের বাড়ির লোকজনদের সাথে কথা বলেন তাঁরা। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। এদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার সকালে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, ২০১৬ সালে বড়জলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন ঝুমু সরকার। প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ব্যাপক ভোটে জনসমর্থন নিয়ে জয়ী হয়েছিলেন তিনি। তারপর ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চাকুরি পরীক্ষা দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন তিনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। অকালেই মৃত্যু হল তাঁর।