Sunday, April 6, 2025
বাড়িজাতীয়মোদির সফরের আগে ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৫০ মাওবাদীর

মোদির সফরের আগে ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৫০ মাওবাদীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ মার্চ : ছত্তিশগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কয়েক ঘণ্টা আগে সে রাজ্যের বিজাপুর জেলায় আত্মসমর্পণ করলেন ৫০ জন মাওবাদী। এদের মধ্যে চোদ্দো জনের মাথার দাম ৬৮ লক্ষ টাকা। রবিবার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ঊর্ধ্বতন কর্তাদের সামনে অস্ত্র সমর্পণ করেছেন তাঁরা। একসঙ্গে ৫০ জন নকশালপন্থীর আত্মসমর্পণকে বড় সাফল্য হিসাবে দেখছে ছত্তিশগড় প্রশাসন।

আত্মসমর্পণকারী ৫০ জনের মধ্যে ছ’জনের মাথার দাম আট লক্ষ টাকা করে। তিন জনের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা করে। অন্য পাঁচ জনের মাথার দাম ছিল এক লক্ষ টাকা করে। সব মিলিয়ে ১৪ জনের মাথার দাম ছিল মোট ৬৮ লক্ষ টাকা। পুলিশের দাবি, অমানবিক মাওবাদীর রাজনীতির সমালোচনা করেছেন আত্মসমর্পণকারী মাওবাদীরা। মাওবাদী শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদিবাসীদের শোষণ করার অভিযোগ এনেছেন তাঁরা। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের মৌলিক সুযোগসুবিধা প্রদানেরও প্রশংসা করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!