স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মার্চ : বাংলাদেশে পাচার কালে বিশালগড় কড়ুইমুড়া বাজারে গাড়ি সহ উদ্ধার বিপুল পরিমাণে শব্দবাজি। আটক হয় দুইজন। অবৈধ এই বিপুল পরিমাণ শব্দবাজি ধরা পড়তেই থানা বাবুদের সঙ্গে রফা করতে একের পর এক থানায় ভিড় জমাচ্ছেন অবৈধ কারবারিরা। বিগত দিনেও এই বিশালগড় থানা থেকে পুলিশের সঙ্গে রফা করে থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে অবৈধ গাড়ি ভর্তি শব্দবাজি।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার নাগাদ বাংলাদেশে পাচার কালে কড়ুইমুড়া বাজারে TR 07 D 1587 নাম্বারে ডি আই গাড়ি থেকে বিপুল পরিমাণে শব্দ বাজি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি গাড়ির চালক ও সহ চালককে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ।গ্রেপ্তার গাড়ি চালকের নাম এমডি লোবান এবং সহ চালকের নাম আল আমিন মিয়া।
পুলিশ যখন শব্দবাজি সহ গাড়িটিকে আটক করে তখন চালক তার কোনরকম কাগজপত্র দেখাতে পারেনি। মূলত বিশালগড় মুড়াবাড়ি এলাকার পাচার কারিরা এই বাজি বাংলাদেশের উদ্দেশ্যে বাঁচার করার সাথে জড়িত পুলিশ সূত্রে এমনটাই খবর। পুলিশ কড়ুইমুড়া থেকে সেই বাজি সহ গাড়ি যখন আটক করে বিশালগড় থানায় নিয়ে আসছিলেন ঠিক সেই সময় ঘটনাস্থলে এসে গাড়িটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন সমদ্রোহীরা। মূলত বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার লক্ষ্যে শব্দবাজিগুলি নিয়ে যাচ্ছিল। উদ্ধার শব্দবাজি গুলির বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা হবে বলে জানা যায়।