স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মার্চ : পুলিশ কর্মীর বাড়িতে কাজ করতে গিয়ে বাড়ির মালিকের অসাবধানতার কারণে প্রাণ হারালো এক নিরিহ কাঠমিস্ত্রির। ঘটনা রাজধানীর কালীটিলা এলাকায়। মৃত ব্যক্তির নাম ঝোটন সূত্রধর। বয়স ৪২। মৃত ব্যক্তির আত্মীয় পরিজনদের কাছ থেকে জানা যায়, শনিবার সকালে পার্শ্ববর্তী পুলিশ কর্মী রূপক সাহার বাড়িতে কাজ করতে গিয়েছিলেন ঝুটন। বাড়ির একটি পুরনো ঘরে টিন খুলতে যাওয়ার সময় বিদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে যথারীতি তিনি কাজ শুরু করেছিলেন।
কিছুক্ষণ পর কাঠমিস্ত্রি ঝুটনকে কিছু না জানিয়ে বাড়ির মালিক বিদ্যুতিক মেইন সুইচ তুলে দেন। সাথে সাথে মাটিতে ছিটকে পড়েন কাঠমিস্ত্রি বলে জানান মৃত কাঠমিস্ত্রি পরিবারের লোকজনেরা। এদিকে বাড়ির মালিক রূপক সাহা জানান তার মা ভুলবশত মেন সুইচ তুলে দেওয়ায় এই ঘটনা ঘটেছে। সাথে সাথে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। অসাধারণতার কারণে অকালে মৃত্যু হল ঝুটনের। ঝুটনের পরিবার জানান, রূপক সাহার পরিবার এই ঘটনার জন্য দায়ী। এর পেছনে মূলত কি রহস্য সেটা যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয় তার জন্য এই পুলিশকর্মীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করলেন তারা। উল্লেখ্য বাড়িতে কাজ চলছে সেটা বাড়ির মালিক ভালো করেই জানেন। কিন্তু কি উদ্দেশ্য নিয়ে মেইন সুইচ তুলে দেওয়া হয়েছে সেটা নিয়ে ধোঁয়াশা এলাকাবাসীর মধ্যে। বাড়ির মালিক পুলিশ কর্মী রূপক সাহা বর্তমানে পুলিশের সদর কার্যালয়ে কর্মরত।