স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মার্চ : সম্প্রতি দিল্লি সফরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দিল্লি সফরকালে প্রদেশ কংগ্রেসের ইনচার্জকে সাথে নিয়ে তিনি দেখা করেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে ও সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে। তাঁদের রাজ্য সফরে আসার জন্য আবেদন জানান তিনি। দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মনিপুর ও ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সভাপতির সাথে পৃথক পৃথক ভাবে কথা বলেছেন। রাজ্যের সার্বিক পরিস্থিতির বিষয়ে রাহুল গান্ধিকে অবগত করা হয়েছে।
ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দলের সাংগঠনিক অবস্থার বিষয়ে রাহুল গান্ধীকে অবগত করা হয়েছে। রাহুল গান্ধীকে রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সহসাই রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাজ্য সফরে আসবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।