Saturday, April 20, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ বিল বাড়ে নি, অথচ বিদ্যুৎ পরিষেবা আধুনিকরণ করার জন্য কাজ চলছে...

বিদ্যুৎ বিল বাড়ে নি, অথচ বিদ্যুৎ পরিষেবা আধুনিকরণ করার জন্য কাজ চলছে : যীষ্ণু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : পূর্বতন সরকার বিদ্যুৎ বিলের ৯০ শতাংশ বৃদ্ধি করেছিল কিন্তু পরিষেবা বাড়ায় নি, বর্তমান সরকার ১৯২৫ কোটি টাকা বিদ্যুৎ পরিষেবার জন্য খরচ করবে এছাড়াও বিশ্ব ব্যাংক থেকে আরো ১৩০০ কোটি টাকা এনেছেন। আদিবাসীদের আর্থ-সামাজিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। রবিবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর গ্রামে তিনটি সরকারি প্রকল্পের উদ্বোধন করে এ কথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। সরকারের কাছে মানুষ যাবে না, মানুষের কাছে সরকার যাবে।

 এই নীতিতেই সরকার চলছে। বর্তমান রাজ্য সরকারের আমলে বিদ্যুৎ বিল বাড়ে নি, অথচ বিদ্যুৎ পরিষেবা আধুনিকরণ করার জন্য কাজ চলছে। সারা ত্রিপুরা রাজ্যে ৭০ টি সাবস্টেশন তৈরি করা হচ্ছে সবকয়টির উদ্বোধন আগামী জুলাই মাসের মধ্যে সম্পন্ন হবে। তখনই বিদ্যুৎ পরিষেবার সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং জনগণ সঠিক পরিষেবা পাবেন। অথচ পূর্বতন সরকার বিদ্যুৎ বিলের ৯০ শতাংশ বৃদ্ধি করেছিল কিন্তু পরিষেবা বাড়ায় নি, বর্তমান সরকার ১৯২৫ কোটি টাকা বিদ্যুৎ পরিষেবার জন্য খরচ করবে এছাড়াও বিশ্ব ব্যাংক থেকে আরো ১৩০০ কোটি টাকা এনেছেন। আদিবাসীদের আর্থ-সামাজিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। উপমুখ্যমন্ত্রী বামফ্রন্ট সরকারের সমালোচনা করে বলেন এখন উন্নয়নমূলক কাজের জন্য জনগণের কোন আন্দোলন করতে হয় না। ঊনকোটি জেলাতে চারটি জাতীয় সড়কের কাজ চলছে। বর্তমান সরকার কৃষকের আয় দ্বিগুণ করার জন্য কাজ করে যাচ্ছে। কৃষি কাজেও উন্নত প্রযুক্তির ব্যবহার করার জন্য সরকার পরিকাঠামো উন্নয়ন করছে। বর্তমান সরকার রাজ্যের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আর্থসামাজিক জীবনযাত্রার মান উন্নয়ন সহ রাজ্যের সার্বিক উন্নয়নের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানান উপমুখ্যমন্ত্রী। এদিন ফটিকরায় এক স্টেশন কাউন্টার, ফটিকরায় কৃষি জ্ঞান কেন্দ্র, এবং ইলেকট্রিক সাব-স্টেশন ৩৩/১১কে.ভির উদ্বোধন করা হয়। তিনটি প্রকল্পেরই দাবি ছিল ফটিকরায়বাসীর। প্রকল্প তিনটির উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এছাড়াও রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য