Friday, February 14, 2025
বাড়িরাজ্যচাকরিচ্যুতদের আন্দোলনের ঘোষণা

চাকরিচ্যুতদের আন্দোলনের ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : ১০,৩২৩ নিয়ে সুপ্রীম কোর্টের রায়ের বিষয়ে একটি আর টি আই করা হয়। ১০৩২৩ শিক্ষকদের একাংশ জানতে চান সুপ্রীম কোর্টের যে রায়ের মূলে তাদের চাকুরিচ্যুত করা হয়েছে সেই রায়ে তারা পক্ষভুক্ত কিনা। আর টি আই-র উত্তরে জানানো হয়েছে ১০,৩২৩ এই রায়ের পক্ষ ভুক্ত নয়। সুপ্রিম কোর্টের রায়কে ভুল ব্যাখ্যা করা হয়েছে।

তাই আগামী ৪ মে রবীন্দ্রভবনের সামনে দুই ঘণ্টার গন অবস্থান সংগঠিত করা হবে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক বিশ্বজিৎ দেব। তাদের অভিযোগ পূর্বতন সরকারের আমলারা সুপ্রিম কোর্টের রায়ের ভুল ও অপ ব্যাখ্যা করে ১০,৩২৩ শিক্ষক শিক্ষকাদের চাকুরীচ্যুত করেছে। পাশাপাশি সেদিন গনঅবস্থান থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে জানান। আরো জানান, ২০১৭ সালে তৎকালীন শিক্ষা অধিকর্তা উত্তম কুমার চাকমা তাদের এড হক অ্যাপোয়েন্টমেন্ট এবং চাকরিতে দুটি পৃথক কাগজ দেন নি। পরবর্তী সময় ২০২০ সালের ৩১ মার্চ শিক্ষকরা কর্মহীন হয়ে পড়ে। তাই ৪ মে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার কাছে দাবি জানানো হবে যাতে অবিলম্বে চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের চাকুরিতে পুনর্বহাল করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য