নয়াদিল্লি, ২ মে (হি.স.) : পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হত্যাকারীর সাজা কমানোর সিদ্ধান্ত কার্যকর হতে দেরি হওয়ায় সুপ্রিম কোর্ট এবার সময়সীমা বেঁধে দিল। সোমবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, দু’সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এর আগে মার্চের শেষে এই মামলার শুনানিতে কেন্দ্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। এদিন কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব, সিবিআই অধিকর্তাকে সশরীরে এজলাসে উপস্থিত ছিলেন না। তার উপর সরকার সিদ্ধান্ত নিতেও গড়িমসি করায় উষ্মা প্রকাশ করে সু্প্রিম কোর্ট কেন্দ্রকে দু’সপ্তাহ সময় বেঁধে দেয়।
প্রসঙ্গত, পঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং হত্যায় নাম জড়ায় বলবন্ত সিং রাজোনার। ১৯৯৫ সালের ৩১ আগস্ট চণ্ডীগড়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৎকালীন মুখ্যমন্ত্রীর।সেই ঘটনায় দোষী সাব্যস্ত হন বলবন্ত। ২০০৭ সালের জুলাই মাসে চণ্ডীগড় আদালত তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। পরবর্তী সময়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সেই সিদ্ধান্ত বহাল রাখে। তখন বলবন্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মৃত্যুদণ্ডের সাজা কমানোর সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ২০১৯ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করে বলবন্তকে আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হতে সময় লাগায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বলবন্ত।