স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মার্চ : বি এস এফের গুলিতে আহত এক ছাত্র। ঘটনা বক্সনগর রহিমপুর এলাকায়। আহত ছাত্রের নাম তুহিন হোসেন। বয়স ১৯। বতর্মানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ছাত্রের পরিজনদের কাছ থেকে জানা যায়, তার বাড়ির সাথে সীমান্ত দিয়ে বাংলাদেশিরা পাচার করার সময় হইচই শুনে বাড়ি থেকে বের হয়েছিলেন তুহিন। বিএসএফ বাংলাদেশিকে আটক করতে না পেরে যখন গুলি চালায় তখন তুহিন গুলি বিদ্ধ হয়। সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে নিয়েই যাওয়া হলে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সে। তার গুলি পিছে লেগেছে। এখন ঘটনার সুষ্ঠু তদন্ত হলেই বের হয়ে আসবে আসল রহস্য।