Friday, April 11, 2025
বাড়িরাজ্যমুখ থুবড়ে পড়েছে  প্রশাসনিক কাজকর্ম, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষ

মুখ থুবড়ে পড়েছে  প্রশাসনিক কাজকর্ম, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মার্চ : ডাবল ইঞ্জিন সরকারের বিকাশ ত্রিপুরায় দুপুর বারোটার পরেও খোলা হয় না প্রাণী চিকিৎসা কেন্দ্র। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্নে শনিবার দুপুর বারোটা পেরিয়ে গেলেও প্রাথমিক প্রানী চিকিৎসা এবং গো প্রজনন উপকেন্দ্রের হেল্পার এবং চিকিৎসকের দেখা নেই। তালা ঝুলছে ঘরের দরজায়। জানা গেছে, কাঞ্চনমালা বাজার সংলগ্ন এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে রয়েছেন একজন মহিলা হেল্পার এবং একজন চিকিৎসক। অন্যান্য দিনের মতো শনিবার দুপুরেও এলাকার বেশ কয়েকজন তাদের হাঁস, মুরগির জন্য ঔষধ নিতে আসেন এই প্রাণী  চিকিৎসা কেন্দ্রে।

কিন্তু দুর্ভাগ্যবশত তারা এসে এই প্রাণী চিকিৎসা কেন্দ্রের দরজায় তালা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিরাশ হয়ে বাড়িতে ফিরে যান। চিকিৎসা কেন্দ্রে আসা এক মহিলা সাংবাদিকদের জানিয়েছেন প্রায়ই এই প্রাণী চিকিৎসা কেন্দ্রটি বন্ধ থাকে  এবং বেশিরভাগ সময়েই এলাকার মানুষ এসে ঔষধ না পেয়ে বাড়িতে ফিরে যেতে হয়। স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য সরকার মানুষের স্বার্থে কাঞ্চনমালা এলাকায় এই প্রাণী  চিকিৎসা কেন্দ্রটি স্থাপন করেছে কিন্তু এলাকার মানুষ সঠিক সময়ে তাদের গৃহপালিত পশুদের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। এর আগেও কাঞ্চনমালা এলাকার এই প্রাণীর চিকিৎসা কেন্দ্রটি নিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, তারপরেও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের কোন ধরনের হেলদোল নেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!