স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মার্চ : ফিল্মি কায়দায় পুলিশের গাড়ি চালাতে গিয়ে দুই বাইসাইকেল আরোহীকে গুরুতর আহত করলেন চালক।ঘটনা কৈলাশহর – কুমারঘাট সড়কের সোনাইমুড়ি এলাকায়। আহতরা হলেন অধীর মালাকার ও নীলকেশ মালাকার। তাদের বাড়ি কুমারঘাট সোনাইমুড়ী এলাকাতেই।
বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, অস্বাভাবিক গতিতে পুলিশের গাড়িটি এসে বাইসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন দুই বাইসাইকেল আরোহী। তারপর খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।