স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মার্চ : গাড়ির ধাক্কায় মৃত্যু হলো পত্রিকার হকারের। মৃত হকারের নাম আশিস দেবনাথ। বয়স ৪৬। বাড়ি আমতলী আদর্শ পল্লী এলাকায়। মৃত হকারের বাড়ির লোকজনদের কাছ থেকে জানা গেছে পত্রিকা নিয়ে বের হয়েছিলেন তিনি, হাঁপানিয়া মেলা প্রাঙ্গণের সামনে আসতেই তার বাইসাইকেলের মধ্যে ধাক্কা দেয় একটি জীপ গাড়ি।
সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পুলিশ ঘাতক গাড়ি চালককে আটক করেছে। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।