স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মার্চ :হর ঘর জল -এর বারোটা বেজে গেছে বিকাশ ত্রিপুরায়। পানীয় জল আসবে বলে সাপ্লাই নির্মাণ করে দিয়েছে সরকার। অথচ সেই সাপ্লাই দিয়ে গত সাত মাসে পানীয় জল না আসার কারণে বর্তমানে জঙ্গলে ঢেকে যাচ্ছে। কিন্তু কুম্ভ নিদ্রায় আছে সরকার এবং তার দপ্তর। এই দৃশ্য লক্ষ্য করাই আছে বক্সনগর বিধানসভা কেন্দ্রের মতিনগর পঞ্চায়েতের অন্তর্গত ৬ নং ওয়ার্ড এলাকায়।
গ্রামের মহিলা পুরুষ জানান, হর ঘরে জল স্লোগান তুলে বাড়িতে পাইপ বসিয়ে গেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। দীর্ঘ বছর ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট। পাইপ বসিয়ে যাওয়ার পর তারা ভেবেছিল হয়তো ১৫ থেকে কুড়ি দিনের মধ্যে বাড়িতে জল আসবে। যে সমস্যা বাম জামানায় সমাধান হয়নি সেই সমস্যা হয়তো সুশাসন জামানায় সমাধান হবে। বিশেষ করে মৌলিক অধিকারের সম্মানটুকু পাবে গ্রামবাসী। কিন্তু দেখা গেল দীর্ঘ সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত পানীয় জলের দেখা নেই। বরং তৈরি করা পাইপ লাইন বর্তমানে নষ্ট হয়ে পড়ছে। জনগণের পয়সা দিয়ে নির্মাণ করা সরকারি এই কাজটুকু পর্যন্ত মূল্য নেই বলা চলে। সংশ্লিষ্ট দপ্তর এবং সরকারের এই ভূমিকায় হতাশা গ্রামের মানুষের মধ্যে। হর ঘর জল -এর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ভুগছে তারা। আগামী দিন গ্রামে পানীয় জল পৌছাবে কিনা তার কোন নিশ্চয়তা নেই বলে মনে করছেন।