Sunday, April 20, 2025
বাড়িরাজ্যপ্রধান বিরোধীদল বিধানসভা অধিবেশন বয়কট করা মানে সরকারের লজ্জা, গরিমা হারাচ্ছে বিধানসভা...

প্রধান বিরোধীদল বিধানসভা অধিবেশন বয়কট করা মানে সরকারের লজ্জা, গরিমা হারাচ্ছে বিধানসভা : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :পবিত্র বিধানসভায় বিরোধী দলনেতাকে এবং বিরোধী দলকে অপমান করছে ট্রেজারি বেঞ্চ। এবং সবকিছু অবজ্ঞা করে গায়ের জোরে যা খুশি তা করে বেড়াচ্ছে। এগুলি বলতে লজ্জা হয়। কারণ অধ্যক্ষের চেয়ারে বসে কেউ যদি এমন আচরণ করেন তাহলে নতুন প্রজন্ম ভাববে এটাই বুঝি বিধানসভার নিয়ম। কিন্তু এগুলো বিধানসভার নিয়ম বহির্ভূত কার্যকলাপ।

তিনি আরো বলেন, সিপিআইএম বিধানসভা অধিবেশন বয়কট করা মানে সরকারের লজ্জা। এভাবে প্রধান বিরোধীদল শূন্য থেকে বাজেট পাস হয়ে যাবে, এটা সরকারের লজ্জা। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছে বলা হয়েছিল তিনি যাতে বিষয়টি দ্রুত সমাধান করেন। কিন্তু মুখ্যমন্ত্রী ইতিবাচক কোন ভূমিকা নিতে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধীদলের বিধায়করা তাঁর কথা শুনছেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা তো তাঁর দলের বিধায়করাই শুনছেন না। মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন আপনার ট্রেজারি বেঞ্চের সদস্যরাই হইচই শুরু করছে। নিজের খুশি মত যা ইচ্ছে তাই বলে চলেছেন।

এগুলি বিধানসভার নিয়ম বহির্ভূত। এভাবে বিধানসভার গরিমা হারিয়েছে বলে দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো জানান, প্রধান বিরোধী দল সিপিআইএমের মতো কংগ্রেস বিধায়করা বিধানসভা অধিবেশন বয়কট করবেন না। জনগণের হয়ে কথা বলবেন তাঁরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য