স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ : বাঙালির মুক্তি সংগ্রামকে চুরমার করার উদ্দেশ্যে ১৯৭১ সালে পাক হানাদার সেনাবাহিনী বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে গিয়েছিল। গ্রেফতারের আগে ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বুধবার যথাযথ মর্যাদার সাথে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে দিনটি উদযাপন করা হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশন অফিসের সরকারি হাইকমিশনার আরিফ মোহম্মদ। তিনি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি সাংবাদিকদের এক সাক্ষাৎকার দিয়ে বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনা হয়। সেই সময় দীর্ঘ সংগ্রামে যুক্ত হয়েছিলেন বাঙালিরা। ডিসেম্বরের ১৬ তারিখ পূর্ণ মুক্তি লাভ হয়।
৩০ লক্ষ শহীদ হয়েছিলেন এই মুক্তিযুদ্ধে। তাঁদের স্মরণ করার দিন আজ। তিনি আরো বলেন ত্রিপুরার জনগণ সবকিছু দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল এই মুক্তিযুদ্ধের সময়। ত্রিপুরার মানুষের এই অবদান ভুলার নয়। বাংলাদেশের মানুষ ত্রিপুরার এই অবদানের জন্য কৃতজ্ঞ। আজকের দিনে ত্রিপুরার মাটিতে দিনটি উদযাপন করতে পেরে বাংলাদেশ সহকারী হাই কমিশন গর্বিত বলে জানান সহকারী হাই কমিশনার আরিফ মোঃ।