স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :টি.পি.এস.সি-র মধ্যমে ফুড ইন্সপেক্টরের ১৫ টি শূন্যপদ পূরণ করার প্রক্রিয়া চলছে। বুধবার বিধানসভায় এই তথ্য জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এইদিন বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রশ্ন উত্থাপন করেন রাজ্যে ফুড ইন্সপেক্টরের শূন্য পদ কবে নাগাদ পূরণ করা হবে বলা আশা করা যায়।
এই প্রশ্নের জবাবে খাদ্য জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ফুড ইন্সপেক্টরের ২০ টি সরাসরি পদের মধ্যে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের সম্মতি অনুযায়ী ১৫ টি শূন্য পদ পূরণ করার জন্য টি.পি.এস.সি-র দ্বারা বাছাই করা প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলছে। অপরদিকে বর্তমানে উপযুক্ত প্রার্থী না থাকায় ৮ টি পদোন্নতির শূন্যপদ পূরণ করা সম্ভব হচ্ছে না।