Friday, May 30, 2025
বাড়িরাজ্যগাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :জিবি হাসপাতাল চত্বরে বিশাল আকারের গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম তরুণ কুমার শর্মা। বয়স ৫২ বছর। বাড়ি খয়েরপুর চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায়। মৃত শ্রমিকের স্ত্রীর কাছ থেকে ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল সাতটা নাগাদ তার স্বামী বাড়ি থেকে বের হয়েছিলেন গাছ কাটার উদ্দেশ্যে। দুপুর বারোটার নাগাদ খবর পান জিবি হাসপাতাল চত্বরে গাছ কাটতে গিয়ে দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়েছেন তার স্বামী।

সাথে সাথে বোন জামাইকে নিয়ে জিবি হাসপাতালে চলে আসেন। কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার পর থেকে তরুণ কুমার শর্মার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসকরা বহু চেষ্টা করেও বাঁচাতে পারেননি। তবে জিবি হাসপাতাল চত্বরে জনবহুল এলাকায় কাজের সময় শ্রমিক তরুণের কোনরকম সুরক্ষা না সামগ্রিক ছিল না। সুরক্ষা সামগ্রী থাকলে অকালে মৃত্যু হতো না তার। এমনটাই গুঞ্জন সৃষ্টি হয়েছে এলাকায়। তবে পাকা ভবন নির্মাণ, বিদ্যুতিক খুঁটি এবং গাছ কাটতে গিয়ে বহু শ্রমিকের মৃত্যু হলেও তাদের সুরক্ষা নিয়ে কোন মাথা ব্যাথা নেই শ্রম দপ্তরের। অথচ মোটা অংকের মাইনে গুনছেন সরকারি বাবুরা। আর অসাবধানতার জন্য প্রায়ই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন শ্রমিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!