স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :বিকাশ ত্রিপুরায় পানীয় জলের সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। চারিদিকে হাহাকার। প্রতিদিন রাস্তায় নামছে মানুষ। একইভাবে মঙ্গলবার সকালে পানীয় জলের দাবিতে কৈলাশহর ধর্মনগর সড়কের চিনি বাগান এলাকায় সড়ক অবরোধে বসে ভূইয়াপাড়ার সাধারণ মানুষ। তাদের অভিযোগ তারা এক সপ্তাহ ধরে পানীয় জল পরিসেবা পাচ্ছেন না। পানীয় জল থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদেরকে ব্যাপক সমস্যার কবলে পড়তে হচ্ছে। তাদের আরো অভিযোগ গাড়ির চালকরা নাকি টাকার বিনিময়ে জল বিক্রি করছে।
যার কারনে তা তারা বাধ্য হয়েই সড়ক অবরোধে বসে। এই অবরোধের খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের আধিকারিকরা। ছুটে আসে পুলিশ ও। প্রশাসনের আধিকারিকরা কথা বলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পদাধিকারীদের সঙ্গে। এই বিষয়টি অবশ্য স্বীকার করে নিয়েছেন ঘটনাস্থলে ছুটে আসা প্রশাসনের আধিকারিক। তিনি বলেছেন বিষয়টি তিনি শুনতে পেয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসার পর একজন প্রশাসনের এই আধিকারিককে অর্থের বিনিময়ে পানীয় জল বিক্রি করার বিষয়টি সম্পর্কে অবগত করেন এবং তিনিও তা স্বচক্ষে দেখতে পেয়েছেন। সঙ্গে সঙ্গেই তিনি এই বিষয়টি পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের গোচরে নিয়ে গেছেন।
এই অবরোধের ফলে রাস্তার দু ধারে ব্যাপক পরিমাণে যানবাহন আটকে পড়ে। দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। তবে সবচাইতে অবাক করার মত বিষয়টি হলো বিকশিত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আর অধ্যাপক ডাক্তার মানিক সাহার সুশাসনের আমলে প্রত্যন্ত সেই এলাকাতে পানীয় জল বিক্রি হচ্ছে অর্থের বিনিময়ে। আসলে বিকশিত ত্রিপুরা গড়ার স্বপ্ন কি পূরণ হবে? এ নিয়ে আবারো প্রশ্ন উঠতে শুরু করেছে।