Sunday, April 20, 2025
বাড়িরাজ্যশিক্ষা প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আনলেন বিধায়ক সুদীপ রায় বর্মন

শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আনলেন বিধায়ক সুদীপ রায় বর্মন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক কিংবা জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ই- হোক এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-অশিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি এবং স্বজন-পোষণ লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার বিধানসভা ও অধিবেশনে এমনই অভিযোগ আনেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

টি পি এস সি -এর কিছু কিছু লোককে ডেকে নিয়ে গিয়ে প্রশাসনের বড় বাবু পি আর টি সি কেন এখানে লাগু করা হলো, বহির রাজ্যের তারা কেন সুযোগ পাচ্ছে না এরকম ভাবেও কটুক্তি করা হয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরতে গিয়ে বলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সহকারি উপাচার্যের ছেলে অশিক্ষক পদে চাকরি পেয়েছেন। ছেলের হবু স্ত্রী ও চাকরি পেয়েছেন। হবু স্ত্রীর বান্ধবী ও চাকরি পেয়েছেন। বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা সুযোগ পাবে না আর গভীর রাজ্য থেকে এসে সেই সুযোগটাকে দুনম্বরী পথে কাজে লাগাবে সেটা হতে দেওয়া যায় না।

 এর জন্য তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই বিষয়ে অভিমত ব্যক্ত করে করতে গিয়ে বলেন এই বিষয়টা মুখ্যমন্ত্রীর গোচরেও রয়েছে। এক্ষেত্রে সরাসরি হাত দেওয়া যায় না। এর জন্য মুখ্যমন্ত্রী গোটা বিষয়টিতে খোঁজখবর নিতে শুরু করেছেন। প্রয়োজন হলে তিনি আইনের মাধ্যমে কোন ধরনের হস্তক্ষেপ করা সম্ভব বলে সেটাও তিনি করবেন। এদিন বিধানসভায় অবশ্য বিরোধী বিধায়কদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য