স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :ত্রিপুরা বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাতিবিদ্বেষী আক্রমণকারী মন্ত্রী কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আগরতলা শহরে এক মিছিল সংঘটিত করা হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি নেতৃত্ব মানিক দে, ভানু লাল দাস, শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।
সিপিআইএম নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে বক্তব্য রেখে বলেন, পবিত্র বিধানসভা থেকে আইন প্রণয়ন হয় এবং মানুষের সমস্যা সম্পর্কে আলোচনা হয়। কিন্তু এই বিধানসভার ভেতরে বিরোধীদের কন্ঠ রোধ করার চেষ্টা করছে শাসক দল। যা খুশি তা ব্যবহার করছে বিরোধীদলের সাথে। এগুলি অসাংবিধানিক। বিজেপি বিধানসভার ভেতরের আচরণবিধি মানতে চাইছে না। তারা তাদের মত করে চলতে চাইছে। কিন্তু বিরোধীদের দায়িত্ব বিধানসভার ভেতরে এবং বাইরে জনগণের সমস্যা নিয়ে কথা বলা। অথচ দেখাই গেছে শাসক দল এটা সহ্য করতে রাজি নয়। শাসক দল চাইছে তারা যা বলবে তাই হবে, তাদের কাজের বিরোধিতা করা যাবে না। এর পরিণতি ভুগতে হবে শাসক দল বিজেপিকে। কারণ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও ভুগতে হয়েছিল। কারণ ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিলেন। লোকসভা এবং বিধানসভাতে একদলীয় শাসনব্যবস্থা চালু করতে চেয়েছিলেন তিনি। কিন্তু দেশের জনগণ তৎকালীন ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকারকে উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন। এ কিভাবে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার কেউ জনগণ উপযুক্ত শিক্ষা দিতে প্রস্তুত হচ্ছে। তিনি আরো বলেন, বিধানসভায় বর্তমানে মন্ত্রী রতন লালন নাথ অসাংবিধানিক কথা বলে বিরোধীদের জনস্বার্থমূলক কথাগুলিকে খারিজ করে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেন।