স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ : সোমবার রাতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ৪১ মাইল এলাকায় নিয়মিত ভেহিকেল চেকিং করার সময় দুইটা বোলেরো গাড়ি আটক করে তল্লাশি চালায়। গাড়ি দুটি থেকে আটক হয় প্রচুর পরিমাণে চোরাই কাঠ। গাড়ি দুটির নম্বর টি আর ০৬ সি ১৭৩৮ এবং টি আর ০১ এ ডব্লিউ ১৬১৪। অবৈধ কাঠ সমেত আটক করতে সক্ষম হয়।
পরবর্তী সময়ে এই গাড়ি সমেত আটকৃত কাঠ বন দপ্তরের হাতে হস্তান্তর করা হয়। একই সাথে সাথে মোট চারজনকে আটক করা হয়েছে। বন দপ্তরের কর্মীদের দাবি অনুযায়ী গাড়িগুলো সহ আটককৃত কাঠের বাজার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা হবে। সেই সাথে সাথে দাবি করা হয়েছে উপযুক্ত ধারায় মামলা করা হবে।