স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :রাজ্যের জন ঔষধি কেন্দ্রগুলিকে আরো বেশি উন্নত করার পরিকল্পনা রয়েছে সরকারের। যাতে মানুষ সঠিকভাবে পরিষেবা পায় এই জন ঔষধি কেন্দ্রগুলি থেকে। মঙ্গলবার রাজধানীর বাধারঘাট স্থিত সমবায় দপ্তরের অধীন মার্কফেডের কার্যালয়ে মার্কফেডের ৬৯ তম প্রতিষ্ঠা দিবসে এই কথা বলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত শিবিরে উপস্থিত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরো বলেন, সমবায় দপ্তর মানুষের স্বার্থে কাজ করে চলেছে। আগামী দিন এই দপ্তর রাজ্যের আর্থিক বিকাশের জন্য আরো কিভাবে কাজ করতে পারে সেদিকে পরিকল্পনা গ্রহণ করছে। সংবাদ মাধ্যমের এক প্রশ্নে মন্ত্রী বলেন, চিকিৎসকরা যদি প্রেসক্রিপশনের মধ্যে জন ঔষধি কেন্দ্র গুলির ঔষধ না লেখেন তাহলে সে বিষয়টি সামনে আসলে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হবে। যাতে মানুষ সঠিক পরিষেবা পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।