স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ : সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমুড়া পাহাড়ের কলই বস্তি এলাকায়। দুর্ঘটনায় অন্ততপক্ষে ১৫ জনের অধিক আহত হয়েছে। এর মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। জানা যায়, কলই বস্তি এলাকা থেকে বোলেরো পিকআপ গাড়ি করে প্রায় কুড়ির অধিক যাত্রী নিয়ে মুংগিয়া কামী বাজারে আসছিল।
কারণ আজ ছিল মুঙ্গিয়াকামী হাট বার। উঁচু রাস্তায় উঠতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গভীর খাদে পড়ে যায়। এর মধ্যে কয়েকজন গাড়ি থেকে ঝাপ দিয়ে নিজেদের জীবন বাঁচায়। অন্যরা গাড়ি সহ রাস্তার পাশের নিচু জায়গায় চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চলছে তাদের চিকিৎসা। যদিও এত বড় দুর্ঘটনা ঘটে থাকলেও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ছিল মাত্র দুজন। অন্যরা হাসপাতালের পাশে কোয়াটার কমপ্লেক্স এ কিংবা কোয়াটার কমপ্লেক্সে না থেকে নিজ বাড়ি আগরতলায় চলে গেলেও তাদের খবর দিয়ে আনা সম্ভব হয়নি।
যার ফলে চিকিৎসা করতে অনেকটাই বিলম্ব হয়। সেই জায়গায় চিকিৎসা না পেয়ে দুর্ঘটনা গ্রস্ত লোকজন এক প্রকার নিরাশ হয়ে পড়ে। যদিও কর্তব্যরত চিকিৎসক অলকা দেববর্মা এবং চিকিৎসক অজিত দেববর্মা অনেক চেষ্টা করে এই অবস্থার সামাল দেয়। আটজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করায়। যে চারজনকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় তারা হলো রুবশ্রী রিয়াং, সে কলেজ ছাত্রী, বয়স কুড়ি, মীনাক্ষী কলই, বয়স ৫০, মনোজ দেববর্মা, তিনি গাড়ির চালক এবং দুঃশাসন রিয়াং। যদিও এই দুর্ঘটনার কবলে দুটি শিশু পড়েছিল তাদের তেমন কিছু হয়নি।