স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : পোস্ট অফিসের মাধ্যমে গাঁজা পাচারের প্রচেষ্টা। পোস্ট অফিসে কর্মীদের সন্দেহে সাফল্য মিলে এদিন। জানা যায়, আগরতলার প্রধান ডাক ঘরে কিছু মানুষ পার্সেল করতে আসে। বেশ কিছু বাক্স পার্সেল করার জন্য আসে তারা। এই পার্সেলের গায়ে একেক জায়গার ব্যক্তির নাম ফোন নাম্বার ছিল।
এই ধরনের ৬ টি পার্সেল প্রধান ডাকঘরে নিয়ে আসেন তারা। এ ডি নগর থেকে তারা এই পার্সেলগুলি নিয়ে আসেন। পার্সেলগুলি দেখে পোষ্ট মাস্টারের সন্দেহ হয়। পার্সেল করতে আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথা বার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পোষ্ট মাষ্টার খবর দেন পশ্চিম থানায়। কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় পার্সেল করতে আসা সেই যুবকরা। এরপর পুলিশ এসে পার্সেলগুলি খোলে। সেই ৬ টি বাক্স থেকে উদ্ধার হয় শুকনো গাঁজা। এই ঘটনায় কাউকেই আটকে করতে সক্ষম হয়নি পুলিশ। তবে প্রধান ডাক ঘরের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে পার্সেলের গায়ে লেখা নাম ও ফোন নাম্বার সংগ্রহ করে তদন্তে নেমেছে পুলিশ। প্রধান ডাক ঘরের মাধ্যমে বহিঃ রাজ্যে এই পার্সেলগুলি পাঠানোর চেষ্টা করা হচ্ছিল বলে পুলিশের অনুমান। তবে তদন্তের স্বার্থে বেশি কিছু জানাতে চায়নি পুলিশ। কিন্তু গাজা প্যাকেটগুলো মধ্যে লেখা ছিল ব্যাঙ্গালোর কর্ণাটক পাঠানো হচ্ছে। তবে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পোস্ট অফিসের কর্মীদের মধ্যে।