স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ মার্চ: টিটিএএডিসি ও জাপানের নাভিস এইচ আর নামে একটি সংস্থার মধ্যে চুক্তি হয়েছে। রাজ্যের জাতি জনজাতি ২৪ জন যুবক-যুবতীকে নার্সের চাকরির জন্য প্রশিক্ষণ নিতে ব্যাঙ্গালোরে পাঠানো হচ্ছে। প্রশিক্ষণের পর তারা জাপানে চাকরি করবেন। তাদের প্রশিক্ষণের জন্য প্রদ্যোত কিশোর দেববর্মন ৬০ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন।
রবিবার তাদের প্রশিক্ষণ নিতে পাঠানোর বন্দোবস্ত করেছেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। রাজধানীর মানিক্য এনক্লেভে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি বলেন, রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে প্রতিভা রয়েছে। অথচ তারা চাকরির জন্য সুযোগ পায় না। তাই জাপানে গিয়ে তারা নার্সের চাকুরি করার জন্য সুযোগ সৃষ্টি করেছে টিটিএএডিসি। রাজ্যের যেসব ছেলেমেয়েরা এই সুযোগ নিতে চায় তাদের জন্য টিটিএডিসি প্রত্যেক চাকুরী প্রত্যাশী যুবক-যুবতীর জন্য ষাট হাজার টাকা সাবসিটি বাবদ দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তারা চাকরি করতে পারলে রাজ্যের অর্থনৈতিক বিকাশও হবে। তাদের পরিবারও উপকৃত হবে বলে জানান তিনি।