স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ মার্চ: সরকার রেশন কার্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। খাদ্য দপ্তর ইতিমধ্যে সরকারি ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের নিয়ে বেশ কয়েক দফায় বৈঠক করেছে। রেশন কার্ড ভোক্তাদের কে ওয়াই সি করার জন্য রেশন ডিলারদের চাপ দিয়ে যাচ্ছে খাদ্য দপ্তর। রেশন কার্ডের ভোক্তারা রেশন কার্ড ও আধার কার্ড নিয়ে রেশন শপে গেলেই রেশন ডিলাররা বিনামূল্যে কে ওয়াই সি করে দিচ্ছেন।
কিন্তু তারপরও একাংশ ভোক্তা কে ওয়াই সি করতে চাইছে না। এক রেশন ডিলার জানান কে ওয়াই সি করার জন্য খাদ্য দপ্তর থেকে ৩১ মার্চ শেষ সময় সীমা বেধে দিয়েছে। তাই ওনারা নিজের পকেটের টাকা খরচ করে মাইকিং করে প্রচার করেছেন। কিন্তু তারপরও একাংশ ভোক্তা এখনো কে ওয়াই সি করেন নি। বারে বারে বলার পরও একাংশ ভোক্তা কে ওয়াই সি করতে আসছে না। তিনি সকল ভোক্তাদের নিকট আহ্বান জানান যারা এখনো কে ওয়াই সি করেন নি, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে কে ওয়াই সি করে নেন।