Sunday, February 16, 2025
বাড়িরাজ্যভাজপার সভায় মাথার হামলায় লংকার কান্ড

ভাজপার সভায় মাথার হামলায় লংকার কান্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : তিপ্রা মথার কর্মীদের আক্রমণে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক বলে অভিযোগ। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনা শনিবার খোয়াই মহকুমার চাম্পাহাওড় থানার অন্তর্গত তুলাশিখর ব্লকের দীনা কোবরা পাড়া এলাকায়। অভিযোগ দীনা কোবরা এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা বীর দেববর্মার বাড়িতে উঠান সভা করার জন্য প্রস্তুতি নেয় বিজেপি।

সেই মোতাবেক বীর দেববর্মার বাড়িতে সমবেত হয় বিজেপি নেতা ও কার্যকরতারা। সভা শুরু হওয়ার কিছু ক্ষনের মধ্যেই আক্রমণ চালানো হয় তিপ্রা মথার দুর্বৃত্তরা বলে অভিযোগ। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন দা ও লাঠি দিয়ে আক্রমণ চালানো হয়। দা দিয়ে বিজেপি ফ্ল্যাগ নষ্ট করা হয়। ভাঙ্গা হয় চেয়ার। এরপর তিপ্রা মথার কর্মীরা ভাংচুর চালায় গাড়ি ও বাইক। বেশ কয়েকটি গাড়ি ও বাইক ভাংচুর করে মথার দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাম্পাহাওড় থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও টি এস আর বাহিনী। এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ৪ জনকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়। তবে আগামী বিধানসভা নির্বাচনে পাহাড় দখলের জন্য এধরনের রাজনৈতিক হিংসা প্রতিদিন বেড়ে চলেছে। যদিও সামাজিক মাধ্যমে এসে দলের সুপ্রিমো দাবি করছেন তারা এই ধরনের সন্ত্রাসের সংস্কৃতি থেকে মুক্তি চায়। কিন্তু সেই দলের সংস্কৃতি এতটা উগ্র রূপ ধারণ করছে, যে ভয়াবহ রূপ ধারণ করতে পারে আগামী দিনে। তবে সন্ত্রাস রুখতে দলের নেতৃত্বদের ইতিবাচক কোনো ভূমিকা না থাকায় সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে আতঙ্ক। তবে নির্বাচনের নিরঘন্ট বাজার অনেক আগেই এ ধরনের সন্ত্রাস রাজ্যে চিন্তার ভাঁজ রাজনৈতিক মহলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য