Friday, February 14, 2025
বাড়িরাজ্যইমারজেন্সি ব্লকে চিকিৎসকের সঙ্কট স্বীকার করলেন দিলীপ দাস

ইমারজেন্সি ব্লকে চিকিৎসকের সঙ্কট স্বীকার করলেন দিলীপ দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : ইমারজেন্সিতে ৮ জন চিকিৎসকের প্রয়োজন থাকলেও, কোনোক্রমে জোড়াতালি দিয়ে পরিষেবা চলছে। শনিবার আইজিএম হাসপাতালে মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ রাধা দেববর্মাকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ দিলীপ দাস।

 রোগীর জীবন বাঁচাতে এবং রোগীর স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় চিকিৎসকদের। নিজেকে বাঁচানোর চেষ্টা করলেই রোগীর পরিবারের হাতে আক্রান্ত হতে হয় চিকিৎসকদের। কিন্তু চিকিৎসকরা তাদের প্রচেষ্টা চালিয়ে যান বলে জানান আই জি এম রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ দিলীপ দাস। রোগীদের ভালোবেসে প্রত্যেক স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক দায়িত্ব পালন করলে সফলতা আসবে। ১১৮ বছর পুরনো আই জি এম হাসপাতালে ইমারজেন্সি ব্লক ছিল না, যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা হতো। সেই সব সমস্যার সমাধান করা হয়েছে। কিন্তু লিফটের সমস্যার সমাধান করা সম্ভব হয়নি বলে জানান দিলীপ দাস। এ বিষয়টি নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন তিনি। স্মারক ও পুস্প স্তবক দিকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয় ডাঃ রাধা দেববর্মাকে। এদিন পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য