স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : আগামী ৪ এবং ৫ মে ডি ওয়াই এফ আই ১৫ তম রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। এ বার্তা গোটা রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে শনিবার আগরতলা শহরে ডি ওয়াই এফ আই পক্ষ থেকে একটি মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি শুরু হয় প্যারাডাইস চৌমুহনী এলাকা থেকে।
বাইক মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি জানান, রাজ্য সম্মেলনকে সামনে রেখে ডি ওয়াই এফ আই পক্ষ থেকে রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচি সংঘটিত করে মানুষকে অবগত করা হচ্ছে। আসন্ন সম্মেলনে আওয়াজ তোলা হবে ধর্মনিরপেক্ষতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর এ বার্তা গোটা রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে।