Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যনেশা জাতীয় কফ সিরাপ আটক

নেশা জাতীয় কফ সিরাপ আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : ভ্যাকসিনের পার্সেল করে নেশা জাতীয় কফ সিরাপ রাজ্যে আমদানি। বাধারঘাট রেলস্টেশন থেকে বিপুল পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। এই নেশাজাতীয় কফ সিরাপ গুলো আলিপুর দুয়ার থেকে মালবাহী ট্রেনে করে রাজ্যে পাঠানো হয়। ৩০,৪০০ বোতল কফ সিরাপ উদ্ধার হয়।

 এস পি নারকোটিক্স শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে এন্টি নারকোটিক্স ডিপার্টমেন্ট এই অভিযান চালায়। শুক্রবার বাধারঘাট রেল ষ্টেশনে পন্যবাহী ট্রেনটি প্রবেশের পর তার উপর নজর রাখা হচ্ছিল। শনিবার পার্সেল ট্রেনের দায়িত্ব প্রাপ্তরা এলে , তাদের উপস্থিতিতে দরজা খুলে তল্লাশি অভিযান শুরু করা হয়। তল্লাশিতে ৫৪ টি প্যাকেটে ৩২০ বোতল করে ফেন্সিডিল পাওয়া গেছে বলে জানান এন্টি নারকোটিক্স ডিপার্টমেন্টের অফিসার। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় পাওয়া তথ্য অনুযায়ী শীলচর থেকে আশা পার্সেল ট্রেনটির উপর সারা রাত নজর রাখা হয়। অবশেষে শনিবার তল্লাশি চালিয়ে ফেন্সিডিল উদ্ধার হয়। আগরতলা রেল স্টেশন সুত্রে যতদূর জানা গেছে নেশা সামগ্রী গুলির বুকিং ছিল উজ্জল মিয়ার নামে। আটককৃত কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য