Friday, March 29, 2024
বাড়িরাজ্যসন্ত্রাস নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীর

সন্ত্রাস নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : মুখ্যমন্ত্রীর সাথে মতবিনিময় সভায় বিস্ফোরক কলেজ পড়ুয়া ছাত্রী। মহিলা কলেজের পাঠরত ছাত্রী এদিন মুখ্যমন্ত্রীকে নির্বাচনী সন্ত্রাস নিয়ে প্রশ্ন করেন। এবং সন্ত্রাসের কারণ জানতে চান মুখ্যমন্ত্রীর কাছে ছাত্রী। এদিন মাতঙ্গিনী প্রীতিলতা ভবনে ছাত্রী বিদিশা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, ২০২১ সালে পুর নির্বাচনের সময় দেখা গেছে রাজধানীর ইন্দ্রনগর এলাকার মহিলাদের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা মারধর করেছে। এবং এই ধরনের ঘটনা শুধু ইন্দ্রনগরে নয় আরো বহু জায়গায় সংঘটিত হয়েছে।

পুলিশের কাছে মামলা করতে গেলে পুলিশ সরাসরি বলে দেয় এখন বিজেপি সরকার চলছে, এ ধরনের ঘটনার মামলায় নেওয়া যাবে না। বিজেপি সরকারের পরাজয় হলে মামলার ফাইল পুনরায় খোলা হবে। এখন থানায় গিয়ে কোন লাভ হবে না। সুতরাং এ ধরনের আতঙ্কিত পরিবেশ থেকে কবে মুক্তি হবে ত্রিপুরা। ছাত্রীর প্রশ্নে হতভম্ব হয়ে মুখ্যমন্ত্রী বলেন বিপ্লব কুমার দেব দিল্লি থেকে এ সন্ত্রাস নিয়ে আসেন নি। এবং রাজ্যে সে প্রথা চালু করে নি। এগুলি ত্রিপুরা রাজ্যে দীর্ঘ ৫০ আগে থেকে চলে আসছে। দীর্ঘ সময়ের একদলীয় ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে ত্রিপুরা। সন্ত্রাস একদিনে শেষ করা যাবে না। এর জন্য সরকার পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে এ ধরনের সন্ত্রাসী ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে এদিন মুখ্যমন্ত্রী ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় গিয়েছিলেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থমূলক দিক নিয়ে আলোচনা করতে। মুখ্যমন্ত্রীর কাছে এ ধরনের প্রশ্ন এদিন অপ্রত্যাশিত ছিল। যা শুনে হয়তো কালঘাম ছুটে গেছে মুখ্যমন্ত্রী। যাইহোক এদিন মুখ্যমন্ত্রীর কাছে সেই ছাত্রী রাজ্যের মহিলাদের নিরাপত্তা দাবি জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য