স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : শুক্রবার সোনারতরী অতিথি শালায় মাহে রমজান উপলক্ষ্যে সংখ্যা লঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রী রাম প্রসাদ পাল সহ অন্যান্যরা। সকলের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো হয়।
মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান ত্রিপুরা বাংলাদেশের কাছের বিশ্বস্ত ও পরিবারের সদস্য হিসাবে মনে করে। মুক্তি যুদ্ধের সময়ে বাংলাদেশের মানুষের পাশাপাশি ত্রিপুরা সহ ভারত বর্ষের হাজারো হাজারো যোদ্ধা শহীদ হয়েছে। জাতীর পিতার প্রগতীশীল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন পূরণ হয়েছে। সমগ্র পৃথিবীতে নজির স্থাপন করেছে ভারত ও বাংলাদেশ। ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠী নির্বিশেষে মিলে সৌহার্দ পূর্ণ সম্পর্ককে অটুট রাখতে হবে। তবে একটা চক্র এই ক্ষেত্রে সম্পর্কে ফাটল ধরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ভারতের সাথে বাংলাদেশের একটি হৃদয়ের সম্পর্ক রয়েছে। সেটা দেশের কাজের মধ্য দিয়ে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। যে দেশে আত্মার সম্পর্ক আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা বলে জানান মন্ত্রী রামপ্রসাদ পাল।