স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২১ মার্চ : শুক্রবার থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। বিধানসভা অধিবেশনের প্রথম দিন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য বড় চমক দিয়েছেন। এদিন বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন।
বাজেট পেশ হওয়ার পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিধানসভায় দাঁড়িয়ে ত্রিপুরার সরকারি কর্মচারী ও শিক্ষক কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করার ঘোষণা দিয়েছেন। আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবে রাজ্যের পেনশনভোগীরাও। এই ঘোষণা ফলে রাজ্যের বর্তমানে মহার্ঘ ভাতা প্রদান করা হবে ৩৩ শতাংশ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।