স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মার্চ : জুলাইবাড়িতে টি এস এফ -এর কর্মী সমর্থকরা আটকে দিল ডেমু ট্রেন। দুর্ভোগে পড়তে হয় ট্রেন যাত্রীদের। কারণ টি এস এফ -এর নেতৃত্ব ঘোষণা করেছিলেন জাতীয় সড়ক বনধ থাকবে, কিন্তু জাতীয় সড়কের পাশাপাশি রেল পথ অবরোধ করেন তারা। এদিন রেলপথ আটকে তাদের দাবি ককবারক ভাষার পরীক্ষা রোমান হরফে চালু করতে হবে।
না হলে তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। কিন্তু তাদের এই আন্দোলনের ফলে এদিন বহু মানুষকে দুর্ভোগে পড়তে হয়। তারা সাংবাদিক সম্মেলন করে জাতীয় সড়ক বন্ধের ডাক দিয়েছিল। মানুষ সেই অনুযায়ী অফিস আদালতে পৌঁছাতে এদিন ডেমু ট্রেনের করে রওয়ানা হয়েছিল। কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়ালো টিএসএফ। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কিন্তু জনজীবন এদিন স্তব্ধ হয়েছে তাদের কারণে।