স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মার্চ : আগরতলা রাধানগর স্ট্যান্ডের একাংশ যান চালকের দাদাগিরিতে অতিষ্ঠ খোয়াই-র ছোট গাড়ির চালকরা। অভিযোগ রাধানগর স্ট্যান্ডের একাংশ যান চালক খোয়াই-র ছোট গাড়ির চালকদের দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে। কয়েকদিন পূর্বে রাধানগর স্ট্যান্ডে খোয়াই-র এক যান চালককে মারধর করা হয়। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার খোয়াইর ছোট গাড়ির চালকরা খোয়াই-আগরতলা সড়কের ধলাবিল এলাকায় সড়ক অবরোধে সামিল হয়। আক্রান্ত যান চালক জানান তিনি চার দিন পূর্বে খোয়াই থেকে যাত্রী নিয়ে আগরতলা এসেছিলেন।
আগরতলা যাত্রী নামিয়ে দিয়ে তিনি রাধানগর বিওসি-র সামনে গাড়ি দার করান। তখন কয়েকজন যান চালক ওনাকে বেধড়ক ভাবে মারধর করে। তারপর তিনি সেখান থেকে গাড়ি নিয়ে খোয়াইর উদ্দেশ্যে রওয়ানা হলে, পুনঃরায় গাড়ি দার করিয়ে ওনাকে মারধর করা হয়। পরবর্তী সময় তিনি খোয়াই পৌঁছে খোয়াই থানায় অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোন কাজ হয় নি। তাই বাধ্য হয়ে এইদিন সড়ক অবরোধে সামিল হয়েছে সকল ছোট গাড়ির চালকরা। সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে বহু যানবাহন। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ এইদিন কঠোর মনোভাব গ্রহণ করার পর যান চালকরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়। তবে এইদিন সড়ক অবরোধের ফলে দুর্ভোগ পোহাতে হয় নিত্য যাত্রীদের।