স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মার্চ : হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে জিবি ব্লাড ব্যাঙ্কে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। কেন্দ্রীয় সরকারের ডাকে সারা দিয়ে টিবি রোগীদের জন্য গৃহীত “নিক্ষয় মিত্র” প্রকল্পে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সদস্যরা ত্রিপুরার প্রায় ১৫০ জন টিবি রোগীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই উপলক্ষে বৃহস্পতিবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এইদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এমএস শংকর চক্রবর্তী, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার প্রতিষ্ঠাতা সদস্য তথা ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। জিবি হাসপাতালের এমএস ডাক্তার শঙ্কর চক্রবর্তী জানান রক্ত একটা বিশেষ জিনিস। মানুষ দান করা ছাড়া রক্ত পাওয়া যায় না। ত্রিপুরা রাজ্যে রক্ত দানের একটা ঐতিহ্য রয়েছে। ত্রিপুরা রাজ্যে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে রক্তের যোগান হয়ে থাকে।