স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মার্চ : আগরতলা পুর নিগমের ৪৯ নং ওয়ার্ডের অন্তর্গত বৈষ্ণবটিলা এলাকায় একটি কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার কমিউনিটি হল নির্মাণের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন এলাকার বিধায়িকা মিনারানি সরকার, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৪৯ নং ওয়ার্ড কর্পোরেটর হরিসাধন দেবনাথ, কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হলটি নির্মাণ করা হচ্ছে।
আগামী তিন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। ৪০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক এই কমিউনিটি হলটি তৈরি হয়ে গেলে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে। পাশাপাশি বৈষ্ণবটিলা রায় কলোনিতে একটি পুকুর রয়েছে। এই পুকুরটি সংস্কার করার দাবি জানায় এলাকাবাসীর। রায় কলোনি এলাকায় পুকুরটিকে সংস্কার করে সেখানে প্রতিমা ভাসানের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়ে গেছে। ফলে পুকুর সংস্কারের কাজও সহসাই শুরু হয়ে যাবে।