Sunday, April 20, 2025
বাড়িরাজ্যআগরতলা পুর নিগমে গণডেপুটেশন প্রদান করল কংগ্রেস

আগরতলা পুর নিগমে গণডেপুটেশন প্রদান করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মার্চ : আগরতলা পুর নিগম বাসীর বিভিন্ন সমস্যাকে সামনে রেখে শহরে আন্দোলনে নামলো কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। তারপর আগরতলা পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। নিগমের বিরুদ্ধে অভিযোগ মশার উপদ্রব বাড়ছে শহরে, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, নিয়মিত আবর্জনা সাফাই করা হয় না, জল নিষ্কাশনের ব্যবস্থার অবনতি সহ চৈত্র মেলার নামে কেলেঙ্কারি চলছে। মিছিলে উপস্থিত সদর জেলা কংগ্রেস সভাপতি জানান, আগরতলা পুর নিগম সঠিকভাবে পরিষেবা দিতে পারছে না।

কলেজ অফিস সব জায়গাতেই মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। এর থেকে পরিত্রান পেতে আগরতলা পুর নিগম যাতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানানো হয়। অপরদিকে আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জলের চরম সংকট সৃষ্টি হয়েছে। জল জীবন মিশনের নামে চলছে কেলেঙ্কারি। তাই পরিশ্রুত পানীয় জলের দাবি জানানো হয়েছে মেয়রের কাছে। এ ছাড়া আর লক্ষ্য করা গেছে চৈত্র মেলার নাম করে আগরতলা শহরে কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছে। শাসক দল আশ্রীত কিছু গুন্ডা প্রতিবছর প্রকৃত ব্যবসায়ীদের জমি দখল করে নেয়। এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে মোটা অংকের বিনিময়ে ভিটি বন্টন করে। তাই মেয়রের কাছে দাবি যাতে বিষয়টি বিবেচনা করেন এবং প্রকৃত ব্যবসায়ীদের ভিটি দেওয়া হয়। অন্যতম দাবি হলো, সামনে বর্ষার মরশুম। স্বল্প বৃষ্টিতে আগরতলা শহরে জল জমাট বাঁধে। তাই দাবি অবিলম্বে যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এছাড়া আরও একটি অন্যতম দাবি হলো টুয়েপের ২০০ দিনের কাজ এবং ৩৪০ টাকা মজুরি করার। এটি সরকারের ২০১৮ সালের ভোটের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল।

 অথচ লক্ষ করা যাচ্ছে বর্তমানে টুয়েপের কাজ দিন দিন কমছে। সরকার যাতে তার প্রতিশ্রুতি অনুযায়ী ২০০ দিনের কাজ এবং কংগ্রেসের দাবি মেনে ৫০০ টাকা মজুরি করার উদ্যোগ নেয়। সর্বমোট পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য